NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

লোহাগাড়ার হত্যা মামলার ২১ বছরের পলাতক আসামী হাটহাজারীতে গ্রেফতার

 

লোহাগাড়ার হত্যা মামলার ২১ বছরের পলাতক আসামী হাটহাজারীতে গ্রেফতার


লোহাগাড়ার আমিরাবাদে ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়ুব আলী (৭০) নামে পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের আমির খান চৌধুরী পাড়ার মৃত এয়াকুব মিয়ার পুত্র।

শুক্রবার রাতে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০০১ সালের নভেম্বর মাসে জায়গা-জমির বিরোধের জেরে একই এলাকার মাহমুদুল হক নামে এক ব্যক্তিকে হত্যা করে প্রতিপক্ষরা। জানে আলম তার ছোট ভাই মাহমুদুল হক হত্যা মামলায় স্বাক্ষী ছিলেন।

ওই ঘটনার চার মাস পর ২০০২ সালের মার্চ মাসে মাহমুদুল হকের বড় ভাই ব্যবসায়ী জানে আলমকেও কুপিয়ে ও গুলি করে হত্যা করে একই প্রতিপক্ষরা।

গ্রেফতার আয়ুব আলী ওই দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। ২০০৭ সালে জানে আলম হত্যা মামলায় পলাতক আয়ুব আলীসহ ১২ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পরবর্তীতে উচ্চতর আদালতে আয়ুব আলীসহ ১০ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকে। ঘটনার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে ২১ বছর পলাতক ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লোহাগাড়া থানার এসআই মো. মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে প্রথমে গোপনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আয়ুব আলীর অবস্থান ও পরিচয় শনাক্ত করা হয়। তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (১৭ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

লোহাগাড়ার হত্যা মামলার ২১ বছরের পলাতক আসামী হাটহাজারীতে গ্রেফতার Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 17, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.