NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

সন্তানের লাশ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন অসহায় বাবা

 সন্তানের লাশ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন অসহায় বাবা


সদ্যোজাত সন্তানের দেহ ব্যাগে ভরে বাসে চড়ে ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন অসহায় বাবা। তার অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স চেয়েও পাননি তিনি। নিজের টাকায় ওই গাড়ি ভাড়া করার ক্ষমতা নেই তার। তাই বাসে চড়েই রওনা হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন। মধ্যপ্রদেশের দিনদোরি জেলার সহজপুরি গ্রামের বাসিন্দা সুনীল ধুরভে। তার স্ত্রী যমুনা বাই গত ১৩ জুন সন্তানের জন্ম দেন সরকারি হাসপাতালে। কিন্তু জন্মের পর থেকেই শিশুর শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে জবলপুরের সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ১৫ জুন সেখানেই মৃত্যু হয় শিশুর। 

সুনীল বলেন, ‘বাচ্চাকে জবলপুরের নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৫ তারিখ সেখানে তার মৃত্যু হয়; কিন্তু হাসপাতাল আমাকে শবদেহবাহী শকট দেয়নি। আমার নিজের কাছে অত টাকা ছিল না। তাই দেহ নিয়ে বাসে করে বাড়ি ফিরেছি।’
যদিও সংবাদ সংস্থা পিটিআইকে রাজ্যের স্বাস্থ্য দফতরের যুগ্ম ডিরেক্টর সঞ্জয় মিশ্র জানিয়েছেন, জবলপুরের হাসপাতাল থেকে যখন শিশুটিকে ছাড়া হয় তখন সে জীবিতই ছিল। তিনি দাবি করেছেন, সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থাই নেই।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলা হোক বা সুদূর মধ্যপ্রদেশ, সরকারি স্বাস্থ্য পরিষেবার যে সর্বত্রই একই অবস্থা, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এ ধরনের ঘটনা। বাংলার ক্ষেত্রে সরকারি পরিকাঠামোর অভাব এবং সরকারি কর্তাদের উদাসীনতা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু, সুকান্তরা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ দেখিয়ে দিল, সংকট আসলে সর্বত্র। 


সন্তানের লাশ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন অসহায় বাবা Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 17, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.