NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, লাখো ডলারের ফাঁদ, ক্লিক করলেই অ্যাকাউন্ট হ্যাকড

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও র‍্যাব কর্মকর্তা সেজে টাকা দাবি করার অভিযোগে আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয় (২০) নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আশরাফুল ‘লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ইত্যাদি লোভনীয় পুরস্কারের লিংক বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে পাঠান। কেউ সেই লিংকে ক্লিক করলেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র‍্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, আশরাফুল সাভার মডেল কলেজের শিক্ষার্থী। অনলাইনে তিনি পরিচিত লুনেটিক প্রত্যয় নামে। নিজেকে গেমার পরিচয় দিলেও তিনি মূলত হ্যাকার। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ‘প্রতিদিন ২০০ ডলার গেম খেলে টাকা আয়’—এমন ধরনের লোভনীয় লিংক পাঠান। লোভে পড়ে কেউ সেগুলো ক্লিক করলেই আইডি হ্যাকড হয়ে যায়। পরে র‍্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের জন্য জিডি, সার্ভিস চার্জসহ অন্যান্য ফির নামে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি।

পুলিশ জানায়, এই হ্যাকার সম্প্রতি ফাইয়াজ রহমান নামের এক শিক্ষার্থীর মেসেঞ্জারেও এমন একটি লিংক পাঠান। সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়ে যায়। পরে আইডি উদ্ধারের জন্য র‍্যাব কর্মকর্তা সেজে তাঁকে ফোন দেন আশরাফুল। আইডি উদ্ধারের জন্য ফাইয়াজের কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেন তিনি। পরে ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, লাখো ডলারের ফাঁদ, ক্লিক করলেই অ্যাকাউন্ট হ্যাকড Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 11, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.