NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

বাঁশখালীতে উপচে পড়া বটগাছে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

 বাঁশখালীতে উপচে পড়া বটগাছে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাঁট সংলগ্ন প্রধান সড়কে ঝড়ো হাওয়ার ফলে আজ শনিবার (১৭ জুন) দুপুরে পুরানো একটি বটগাছ উপড়ে পড়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ২ ঘণ্টা পুলিশ, ফায়ার সার্ভিস টিম ও স্থানীয় লোকজনের সহযোগিতায় বটগাছটি রাস্তার উপর থেকে অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাধনপুর ইউনিয়ন পরিষদের সামনে সাহেবের হাঁট এলাকায় পুরানো বড় বটগাছটি বাঁশখালীর প্রধান সড়কে উপড়ে পড়ে।

বটগাছটি একমাত্র প্রধান সড়কের মাঝখানে পড়ায় দীর্ঘ দুই ঘণ্টা বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরগামী ও চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিক্সা, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পরে বাঁশখালীর গুনাগরি রামদাশ হাট পুলিশ ফাঁড়ি ও বাঁশখালী ফায়ার সার্ভিস টিমের সদস্য এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উপড়ে যাওয়া বটগাছটি অপসারণ করতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আযাদুল ইসলাম বলেন, “বাঁশখালীতে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে সাধনপুর সাহেবের হাঁটে বড় বটগাছটি পড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। বেলা ৩টার দিকে গাছ কেটে অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়।”

সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দিন কামাল বলেন, “সাধনপুর পরিষদের সামনে প্রধান সড়কের সাহেবের হাট এলাকার দীর্ঘদিনের পুরানো বটগাছটি ঝড়ের কবলে পড়ে রাস্তায় উপচে পড়ে। পরে দীর্ঘ সময় চেষ্টার পর সকলের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।”

বাঁশখালীতে উপচে পড়া বটগাছে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 17, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.