ছদ্মবেশে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি ধরল পুলিশ
ছদ্মবেশে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি ধরল পুলিশ
আজ শনিবার (১৭ জুন) বিকালে বারৈয়াঢালা সহস্রধারা এলাকার পাহাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হল, পৌরসদরের ইয়াকুবনগর গ্রামের নুরুল আবচারের ছেলে যুবদল নেতা রবিউল হোসেন বাবলু (৩২) ও মধ্যম ইয়াকুবনগর গ্রামের মৃত আলী আহমদের ছেলে আলমগীর প্রকাশ পিস্তল আলমগীর (৩২)।
থানা সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নুনাছড়া বটতলা এলাকায় সীতাকুণ্ড পেট্রোল পাম্প সংলগ্ন মৃদুলা হোটেলের ভেতরে একদল সন্ত্রাসী প্রকাশ্যে যুবলীগ নেতা ইউসুফকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। সেই ঘটনার অন্যতম আসামি ওয়ার্ড যুবদলের সভাপতি বাবলু ও পিস্তল আলমগীর ঘটনার পর থেকে পলাতক ছিল।
ওসি তোফায়েল আহমেদ বলেন, পিস্তল আলমগীর ও যুবদল নেতা বাবলু বড় দারোগারহাট থেকে পন্থিছিলা পর্যন্ত রোড ডাকাতি করছিল। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকাসহ বারৈয়াঢালা ও নুনাছড়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করে আসছিল। এসব খবর পেয়ে তাদেরকে ধরার জন্য বারবার অভিযান করলেও চতুর এ আসামিরা বারবার পালিয়ে যায়। কিন্তু তাদের উপর নজরদারি অব্যাহত রেখে আমি আজ তাদের অবস্থান নিশ্চিত হয়ে জানতে পারি যে বাবলুর নেতৃত্বে যুবদলের আরও অন্যান্য ক্যাডাররা বড় ধরনের আগ্নেয়াস্ত্র চালান বড় দরোগারহাট সহস্রধারা ঝর্ণার নিকট স্লুইস গেইটের উপর হস্তান্তর করবে।
তিনি আরও বলেন, ওই সংবাদের ভিত্তিতে আমি সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. মুকিব হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফসহ ফোর্সের সহায়তায় ছদ্মবেশে অবস্থান করি। কিন্তু আসামি বাবলু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আমরা তাকে ধরে ফেলি। একইভাবে গ্রেপ্তার হয় আলমগীরও। এরপর তাদের দেহ তল্লাশি করে বাবলুর পরিহিত লুঙ্গির নিচে হাফ প্যান্টের ভিতর কোমরে গোজা অবস্থায় একটি ওয়ান শুটার গান ও পকেট থেকে ৩ রাউন্ড বন্দুকের গুলি এবং আলমগীরের দেহ তল্লাশি করে তাহার পরিহিত ত্রি-কোয়াটার প্যান্টের পিছনে কোমরে একটি ওয়ান শুটার গান ও পকেট থেকে ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করি।
ওসি তোফায়েল বলেন, আসামি বাবলু ও আলমগীর যুবদলের অস্ত্রধারী সক্রিয় ক্যাডার। ২০১৩-২০১৪ সালের অগ্নিসন্ত্রাসের মহানায়ক। এছাড়াও ধৃত আসামি বাবলুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, খুনসহ মোট ১৩টি মামলা এবং আলমগীরের বিরুদ্ধে থানায় মোট ৯টি মামলা আছে। শনিবার অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আবারো মামলা দায়ের হয়েছে। আগামীকাল রবিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Saturday, June 17, 2023
Rating:
