NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

অস্ত্রসহ গ্রেপ্তার ২, টেকনাফে অপহৃত এনজিওকর্মী ও রোহিঙ্গাকে উদ্ধার

 

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এনজিওকর্মী ও এক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, জনতাকে সঙ্গে নিয়ে পাহাড় চালানো অভিযানে অপহৃত দুই জনকে উদ্ধার করা হয়। এ সময় ১৮-২০ জনের অপহরণকারীর দলটির সদস্যরা দলছুট হয়ে পালানোর সময় দুই জনকে অস্ত্র ও গুলিসহ ধরে পেলে পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা।

গ্রেপ্তাররা হলেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ হোছনের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম (৩৩) ও একই ক্যাম্পের রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)। তাদের কাছ থেকে দুইটি এলজি ও দুইটি গুলি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বেলা ২টার পরে উপজেলার হ্নীলার জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা হয় এক এনজিও কর্মী ও এক রোহিঙ্গাকে অপহরণ করা হয়।

এরা হলেন, টেকনাফের হ্নীলার জাদিমোর এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান (৫০) ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২০)।

এর মধ্যে হাসান এনজিও ফোরাম নামের একটি সংস্থায় ক্যাম্পে পানি সরবরাহের কাজে নিয়োজিত কর্মী।

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ের পাদদেশে মেশিনে পানির উঠানোর সময় হঠাৎ একদল অপহরণকারীরা তাদের দুজনকে ধরে নিয়ে যায়।

“খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরকারিদের আস্তানা খুঁজে পেয়েছি। তবে অপহরণকারীরা আমাদের দেখে গহীন পাহাড়ের ভেতর থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও এসে অভিযানে যোগ দেন।”

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে ওখানে অবস্থান নেওয়া জনতাকে সঙ্গে নিয়ে পাহাড় অভিযান শুরু করা হয়।

এ সময় অপহৃত দুই জনকে উদ্ধার করলে ১৮-২০ জনের অপহরণকারীর দলটি দলছুট হয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ও স্থানীয় গ্রামবাসী দুই জনকে অস্ত্র ও গুলিসহ ধরে ফেলে।

পরে ডাকাতদলের আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসার তৈরি জালের গুলতি (গুটি) এবং নীল রংয়ের কাপড়ের ব্যাগ উদ্ধার হয়।

এ ব্যাপারে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার এবং অপহরণের ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

অস্ত্রসহ গ্রেপ্তার ২, টেকনাফে অপহৃত এনজিওকর্মী ও রোহিঙ্গাকে উদ্ধার Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, July 22, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.