#ইউক্রেন, রাশিয়ায় ক্লাস্টার বোমা ছুড়ল
রাশিয়ার পশ্চিম বেলগরোদ অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামে ক্লাস্টার বোমা ছোড়ার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। শুক্রবার ঝুরাভলেভকা গ্রামে ক্লাস্টার ছোড়া হয়েছে বলে দাবি করেছেন বেলগরোদের গভর্নর।
শনিবার বেলগরোদের গভর্নর ভিচেস্ল্যাভ গ্ল্যাডকভ এক টেলিগ্রাম বার্তায় বলেন, শুক্রবার বেলগরোদের ঝুরাভলেভকা গ্রামে ইউক্রেনীয় সেনারা ২১টি গোলাবর্ষণ এবং বিভিন্ন রকেট লঞ্চার থেকে ৩টি ক্লাস্টার বোমা ছুড়েছে। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানান, ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে।
এর আগে মানবিক সংকট নিয়ে উদ্বেগকে তোয়াক্কা না করে ইউক্রেনে ভয়ংকর মারণাস্ত্রটি পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ক্লাস্টার বোমার ব্যবহার ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ। এই ধরনের বোমা আঘাত হানার পর বিস্তৃত এলাকাজুড়ে মানুষকে নির্বিচারে হত্যা করতে পারে এবং এটি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
কিন্তু ইউক্রেনে গোলাবারুদের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র এই বোমা কিয়েভকে সরবরাহ করতে সম্মত হয়। যদিও ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছিল, তারা এই বোমা রাশিয়ায় ব্যবহার করবে না।
অন্যদিকে রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনে এসব বোমা ব্যবহারের অধিকার মস্কো রাখে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Saturday, July 22, 2023
Rating:
