চট্টগ্রাম লোহাগাড়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
লোহাগাড়ার আমিরাবাদে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মোহেনুর রহমান (৫০) বলে জানা গেছে। দুর্ঘটনায় অপর আরোহী মো. জুয়েল (৪২) গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের গোলাম নবী হাজির ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহেনুর রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইব্রাহিমপুর মোল্লা বাড়ির আবদুর রাজ্জাকের পুত্র ও আহত মো. জুয়েল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার আবদুল মোতালেবের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মোহেনুর রহমান ও জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের নিকটাত্মীয় মো. কাউছার মুঠোফোনে জানান, তারা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম শহরে যাবার পথেই মোহেনুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত জুয়েল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে ঢাকায় নিয়ে যাবার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Monday, July 24, 2023
Rating:
