NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

শ্বাস নেবে রোবট,গরমেও ঘামবে

 


হিট স্ট্রোক হলে মানবদেহে কী ঘটে? জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যে দিন দিন উষ্ণ হচ্ছে, এ থেকে রক্ষায় আমরা কী করতে পারি? প্রচণ্ড গরম পৃথিবী বা মানবজাতির ওপর কী প্রভাব ফেলছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একদল বিজ্ঞানী রোবট নিয়ে গবেষণা চালাচ্ছেন। এ রোবট শ্বাস নিতে পারে, এর শরীরে কাঁপুনি হয়, এমনকি ঘামও ঝরে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি এই রোবটের নাম অ্যাডভান্সড নিউটন ডায়নামিক ইনস্ট্রুমেন্ট (এএনডিআই—অ্যান্ডি)। গত মে মাসে বিশ্ববিদ্যালয়টি বিশেষ ধরনের এই রোবটের কথা জানায়। বর্তমানে অ্যারিজোনার রাজধানী ফিনিক্সে রোবটটি নিয়ে গবেষণা চলমান।

গবেষকেরা জানিয়েছেন, মানবদেহ যেভাবে গরম অনুভব করে, রোবটটির ভেতরেও সে ধরনের প্রযুক্তি রয়েছে। তাপমাত্রার বিষয়টি অনুধাবনের জন্য রোবটটিতে পৃথক ৩৫টি ছিদ্রও রাখা হয়েছে। রোবটটটি এমনভাবে তৈরি করা, যাতে করে এটি শ্বাস নিতে পারে, কাঁপুনি দেয় এবং গরমে ঘামে। এখন পর্যন্ত এ ধরনের প্রায় এক ডজন রোবট তৈরি করা হয়েছে। যেগুলো নিয়ে গবেষণা চলছে।

গবেষক দলের একজন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক কনরাড রেকাচেভস্কি বলেন, আবদ্ধ জায়গার বাইরের তাপমাত্রা অনুধাবন করতে পারে, বিশ্বের এমন প্রথম রোবট (ম্যানিকুইন) হলো অ্যান্ডি। কত গরম লাগছে ও এতে কী হচ্ছে, এই রোবট তা নির্ধারণ করতে পারে। মানবদেহে বিরূপ আবহাওয়ার কী প্রভাব পড়ে, সেটা বুঝতে বাস্তবসম্মত উপায়ে এটি তৈরি।

ফিনিক্স শহর ও এর আশপাশে টানা ২২ দিন তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এর আগে শহরটিতে এত দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলেনি। প্রচণ্ড গরমে সেখানে মত্যুর ঘটনা ঘটেছে। অনেকে অসুস্থ হয়েছেন। বিষয়টি নিয়ে উদ্বেগ থেকেই বিশেষ এ রোবট নিয়ে গবেষণা করছেন।

গবেষকেরা আশা করছেন, এই রোবট তাঁদের হাইপারথার্মিয়া নিয়ে আরও ভালো বোঝাপড়া তৈরির সুযোগ করে দেবে। দেহের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে দেহকোষ বিকৃত, কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত, এমনকি কোষ মারা গিয়ে হাইপারথার্মিয়া হয়। এতে করে মানবদেহের অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি আছে। এ সময় হিট স্ট্রোকের কারণে মৃত্যুও হতে পারে।

শ্বাস নেবে রোবট,গরমেও ঘামবে Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Monday, July 24, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.