NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে

আগামীকাল রোববার রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। 

সংবাদ সম্মেলন থেকে আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের নেতা–কর্মীরা চুপ করে থাকতে পারেন না। আমাদের দায়িত্ব আমরা পালন করব। নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করব।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে। প্রতিনিয়ত আদালত অবমানা করছে। প্রকাশ্যে বলে—আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে? তাদের কথা শুনলে মনে হয়, তারা আইন মানে না। আইন নিয়ে কটাক্ষ করে।’

বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে, এমন অভিযোগ তুলে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে মাতুয়াইলে ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষ করে। এরপর তাদের (বিএনপি) নেতা–কর্মীরা চারটি বাসে আগুন দেয়। তিশা পরিবহন, শ্রাবণ পরিবহন, স্বদেশ পরিবহনের বাস পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়াও বিএনপির নেতাকর্মীরা সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা করে ভাংচুর চালায়। তারা বিভিন্ন প্রাইভেটকার, মোটরসাইকেল ভাংচুর করে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করে। ওয়েলকাম পরিবহন নামের একটা বাসে হামলাই করে নাই, অগ্নিসন্ত্রাসও করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, সদরঘাটে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনে অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতা–কর্মীরা। এ ছাড়া তুরাগ পরিবহনের একটি বাস...রাজধানীতে মোট সাতটি বাসে তারা হামলা চালায়, ভাঙচুর করে। অগ্নিসংযোগ করে।

গাবতলী, উত্তরা ও ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় পুলিশের ওপর বিএনপি নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীদের হামলায় সূত্রাপুর থানা–পুলিশের উপপরিদর্শক নাঈম গুরুতর আহত হয়েছেন। নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি থেকেও তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আহত হয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলে আমরা তাদের দেখাদেখি কর্মসূচি দিই। আমাদের কর্মসূচি বিএনপিরটা দেখে করব না। গতকাল শুক্রবার এক কিলোমিটারের মধ্যে করেছি, কোনো ঘটনা ঘটেনি। তার কারণ, আমরা সংঘাত করতে সভা-সমাবেশ করিনি। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তায় ছিলাম, আছি এবং থাকব।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বলে, তাদের ওপর হামলা হচ্ছে, ঢাকা শহরের ঢোকার রাস্তা বন্ধ করে দেবে? এটা কি তার বাপ-দাদার সম্পত্তি। বিদেশি বন্ধুদের বলছি, আমরা সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, July 29, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.