NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচন আগামীকাল


চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর-পাঁচলাইশ) আসনের উপনির্বাচন আগামীকাল রোববার। আজ শনিবার বিভিন্ন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) ভোটের যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচন কমিশনের ২৪ জন পর্যবেক্ষক থাকবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, উপনির্বাচন নিয়ে সাধারণত মানুষের আগ্রহ কম থাকে। তারপরও কমিশন থেকে ভোটারদের উপস্থিতি নিয়ে সব ধরনের সহায়ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনে ভোটার উপস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘আমার নেতা–কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ দিতে। ব্যাপক প্রচারণা চালিয়েছি আমরা। আশা করছি, ভোটার উপস্থিতি খুব একটা খারাপ হবে না।’

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে প্রার্থী রয়েছেন ৬ জন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মো. মহিউদ্দিন বাচ্চু ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলম বলেন, ‘আমরা প্রচারণা চালিয়েছি। ভোটারদের বলেছি, ভোট দিতে যাওয়ার জন্য।’

নির্বাচনের অপর প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালি আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

উপনির্বাচনে ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। কেন্দ্রগুলোর মধ্যে ৯৫টি সাধারণ। বাকি ৫৯ কেন্দ্র গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে। ভোটের দিন ৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৪টি টহল দল ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।


চট্টগ্রাম–১০ আসনের উপনির্বাচন আগামীকাল Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, July 29, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.