NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

পিটিআইয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সাড়ে ৫ মাস ধরে বন্ধ

 পিটিআইয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সাড়ে ৫ মাস ধরে বন্ধ


প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রতিবছরের জানুয়ারিতে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়। তবে চলতি বছর এখন পর্যন্ত এই প্রশিক্ষণ শুরু হয়নি।

পিটিআইয়ের প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের জেরে সৃষ্ট জটিলতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।

সাড়ে পাঁচ মাস ধরে প্রশিক্ষণ বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পিছিয়ে পড়ছেন। অন্যদিকে পিটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণের কাজ না করেও বেতন-ভাতা নিচ্ছেন।

এখন তাড়াহুড়া করে আগামী ১ জুলাই দেশের ৬৭টি পিটিআইয়ের মধ্যে ১৫টিতে শিক্ষকদের জন্য সংকুচিত মেয়াদের প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। ১৮ মাসের বদলে এই কোর্স হবে ১০ মাসের। প্রশিক্ষণে অংশ নিতে ৩০ জুন বিকেলে প্রশিক্ষণার্থীদের (শিক্ষক) সংশ্লিষ্ট পিটিআইয়ে হাজির হতে বলা হয়েছে। তবে সেদিন পবিত্র ঈদুল আজহার ছুটি রয়েছে।

পূর্বঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৮ থেকে ৩০ জুন ঈদুল আজহার ছুটি রয়েছে। তবে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে এই ছুটি শুরুর সুপারিশ করেছে। আর ৩০ জুনের (শুক্রবার) পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি।

একাধিক সূত্র বলছে, প্রাথমিক শিক্ষা বিভাগ পিটিআইগুলোয় ১৮ মাসের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সকে সংকুচিত করে ১০ মাস করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই মূলত এ নিয়ে সংকট শুরু হয়, যা এখনো চলছে।

যেভাবে সংকটের সূত্রপাত

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এসব বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ৪ লাখ ২৭ হাজার ৯৭১টি। এখন কর্মরত আছেন ৩ লাখ ৯০ হাজার ৪৫ জন শিক্ষক। তাঁদের মধ্যে সম্প্রতি নিয়োগ পাওয়া ৩৭ হাজার শিক্ষকও আছেন। তাঁরাসহ প্রায় ৫০ হাজার শিক্ষক বর্তমানে প্রশিক্ষণবিহীন বলে প্রাথমিক শিক্ষা বিভাগের সূত্রগুলো জানিয়েছে।

দেশের ৬৭টি পিটিআইয়ের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিতে হয়। এই প্রশিক্ষণ সব শিক্ষকের জন্যই বাধ্যতামূলক। 

একসময় এই প্রশিক্ষণ কোর্স ছিল এক বছর মেয়াদি। তখন প্রশিক্ষণ কোর্সটির নাম ছিল সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড)। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে এই কোর্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দেড় বছর (১৮ মাস) করার কথা বলা হয়।

পরে শিক্ষানীতির সুপারিশ ও শিক্ষাক্রম–বিশেষজ্ঞদের পরামর্শে ২০১২ সালে প্রথমে ৭টি বিভাগীয় শহরে অবস্থিত পিটিআইয়ে পরীক্ষামূলকভাবে ১৮ মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। গুরুত্ব বিবেচনায় কোর্সের নাম দেওয়া হয় ডিপিএড।

২০১৯ সাল থেকে পর্যায়ক্রমে দেশের সব পিটিআইয়ে ডিপিএড কোর্স শুরু হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমের কর্তৃপক্ষ হিসেবে কাজ করে আসছে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

পিটিআইয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ সাড়ে ৫ মাস ধরে বন্ধ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Friday, June 16, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.