হজে যাওয়ার আগে শোধ করলেন ফাঁকি দেয়া রেলের ভাড়া
হজে যাওয়ার আগে শোধ করলেন ফাঁকি দেয়া রেলের ভাড়া
বিনা টিকিটে রেল ভ্রমণ অপরাধ, তা বুঝতে পেরে রেলওয়ের পাওনা সাড়ে ৩ হাজার টাকা ফেরত দিলেন কুমিল্লার লাকসামের ব্যবসায়ী মুসা (৩৫)। তিনি চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসা করেন। প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সুবাধে বিভিন্ন সময় ট্রেনে যাতায়াত করেছেন। অনেক সময় তিনি বিনা টিকেটেও ভ্রমণ করেছেন। বুঝতে পেরেছেন, বিনা টিকিটে ভ্রমণ করায় তাঁর কাছে রেলওয়ের অনেক টাকা পাওনা। বিনা টিকিটে ভ্রমণের সেই টাকা একসঙ্গে শোধ করে দায়মুক্ত হলেন ব্যবসায়ী মুসা। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্ম স্টেশনমাস্টার মো. মাইন উদ্দিন মামুন।
হজে যাওয়ার আগে শোধ করলেন ফাঁকি দেয়া রেলের ভাড়া
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Friday, June 16, 2023
Rating:
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Friday, June 16, 2023
Rating:
