NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

সাতকানিয়ায় স্রোতে ভেসে যাওয়ার ১৭ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

 সাতকানিয়ায় স্রোতে ভেসে যাওয়ার ১৭ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার

সাতকানিয়ায় মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যাওয়ার ১৭ ঘণ্টা পর গভীর জলাশয় থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার নাম মো. আরাফাত (২১)।

গতকাল শনিবার বিকাল ৩টার দিকে মাছ ধরতে গিয়ে নলুয়ার মরিচ্যা পাড়ার পূর্ব পাশের বিলে স্রোতে ভেসে গভীর জলাশয়ে পড়ে যান তিনি এবং আজ রবিবার (১৮ জুন) সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।


মো. আরাফাত উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজ পাড়ার সোনা মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, ঘটনার দিন বেলা আড়াইটার দিকে আরাফাত প্রতিবেশী এক বন্ধুসহ হাত জাল নিয়ে মাছ ধরার জন্য মরিচ্যা পাড়ার পূর্ব পাশের বিলে যান। সেখানে ইট ভাটার জন্য মাটি কেটে নেয়ায় বিলজুড়ে গভীর জলাশয়ের সৃষ্টি হয়েছে।

ঘটনার দিন দুপুর থেকে টানা বৃষ্টি হওয়ায় ৩০-৩৫ ফুট গভীর জলাশয়গুলোতে পানির স্রোত সৃষ্টি হয়। এসময় হাত জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আরাফাত স্রোতে ভেসে কচুরিপানার নিচে চলে যান এবং নিখোঁজ হয়ে পড়েন।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করেও উদ্ধার করতে না পারায় সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

পরবর্তীতে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনার দিন বিকাল ৪টা থেকে নিখোঁজ আরাফাতকে উদ্ধারের জন্য চেষ্টা চালায়। এরপরও উদ্ধার করতে না পারায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে আনা হয়। তারা টানা এক ঘণ্টা চেষ্টা চালানোর পর অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ রবিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে সকাল ৮টার দিকে কচুরিপানার নিচে গভীর জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, ঘটনার দিন দুপুরে এক টানা বৃষ্টি হওয়ায় বিলের অপেক্ষাকৃত উঁচু জলাশয় থেকে গভীর জলাশয়গুলোতে স্রোত নিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এসময় আরাফাত জাল দিয়ে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে কচুরিপানার নিচে চলে যাওয়ায় আর উঠতে পারেননি।

তিনি বলেন, “ঘটনার দিন খবর পেয়ে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছিলাম। সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসেও উদ্ধারের চেষ্টা করে কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় ওইদিন সন্ধার পর উদ্ধার কার্যক্রম বন্ধ রাখতে হয়। আজ সকালে উদ্ধার কাজ পুনরায় শুরু করা হয় এবং সকাল ৮টার দিকে কচুরিপানার নিচে গভীর জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়ায় স্রোতে ভেসে যাওয়ার ১৭ ঘণ্টা পর তরুণের লাশ উদ্ধার Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 18, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.