লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লোহাগাড়ার বড়হাতিয়ায় খেলাচ্ছলে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা শরফুদ্দিন মিয়াজী পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু সিয়াম ওই এলাকার আবদুর রহিমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য সামশুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকলের অগোচরে খেলাচ্ছলে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় শিশু সিয়াম। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন রাতে নামাজে জানাজা শেষে শিশু সিয়ামের মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Sunday, June 18, 2023
Rating:
