NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

সাতকানিয়া উপজেলা আ.লীগের স্মরণ সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ

 ''মোছলেম উদ্দীন ও আবু ছালেহ দলের দুঃসময়ের নেতৃত্ব দিয়েছেন''


সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেবের সভাপতিত্বে মোসলেম উদ্দীন আহমদ ও আবু ছালেহ এর স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, মোছলেম উদ্দীন আহমদ ও আবু ছালেহ দলের নিবেদিত প্রাণ সংগঠক এবং দুঃসময়ের দলের নেতৃত্ব দিয়েছেন। তাদের যে আন্তরিকতা ও দলের প্রতি কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ এটাই ছিল সব থেকে বড় কথা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সর্বদা ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিকে প্রতিহত করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু অপশক্তি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতীতের মতো সকল অপশক্তি প্রতিহত করে চুড়ান্ত বিজয় অর্জন করবো। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, এম ইদ্রীস, অ্যাড. জহির উদ্দীন, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনা।

উপস্থিত ছিলেন মাস্টর ফরিদুল আলম, অ্যাড. সাইফুদ্দিন সিদ্দিকী, মোাজম্মেল হক, অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী, হোসেন কবির, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, আব্দুল মান্নান, অ্যাড. শাহাদাত শাহরিয়ার, মন্তাজ উদ্দীন, আঞ্জুমান আরা বেগম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দীন প্রমুখ।


সাতকানিয়া উপজেলা আ.লীগের স্মরণ সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 18, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.