NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পালানোর সময় যুবক আটক

 

https://news24satkania.blogspot.com/


নোয়াখালী জেলা শহরে বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের দিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার গুপ্তাংকের বার্লিংটন মোড়সংলগ্ন কচি মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচির স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। প্রিয়ন্তী হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কচি মিয়া পরিবার নিয়ে দ্বিতীয় তলায় থাকেন। বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে নূর নাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম পিয়নটিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে নুর নাহার বেগম ঘটনাস্থলেই মারা যান। আর মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্বামীসহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, পালানোর সময় যুবক আটক Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Wednesday, June 14, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.