NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

আপ্যায়ন করে ভিডিও ছড়িয়ে দেওয়া ন্যক্কারজনক গয়েশ্বর

 

গতকাল পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গয়েশ্বর আহত হন। দুপুরের দিকে পুলিশ ভ্যানে করে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বর খাবার খান। বেলা তিনটার দিকে ডিবি কার্যালয় থেকে গয়েশ্বরকে নয়াপল্টনে তাঁর ব্যক্তিগত কার্যালয় পৌঁছে দেওয়া হয়। ডিবি কার্যালয়ে গয়েশ্বরের খাবার গ্রহণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ।

এ বিষয়ে গয়েশ্বর বলেন, ডিবির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল, সে খাবার তিনি খাননি। ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদের বাসা থেকে আনা খাবার খেয়েছেন তিনি। গয়েশ্বর বলেন, ‘যারা এ কাজটি করেছে, এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচায়ক। একধরনের তামাশাপূর্ণ নাটক। এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হাভাতে? ভিক্ষা করে খাই? গ্রামের ভাষায় বলা হয় “খাইয়ে খোঁটা দেওয়া”। ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো, তা ওই রকমই। আমার বাড়িতে তো বিভিন্ন সময় অনেক লোক খায়। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। কিন্তু এই খাবারের ছবি উঠিয়ে কি আমি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেব? এটা কি আমার জন্য ভালো হবে?’

গয়েশ্বর বলেন, ডিবি কার্যালয়ে তাঁর জন্য যে খাবারের আয়োজন করা হয়, তা তাঁর স্বাস্থ্যের পক্ষে উপযোগী ছিল না। এ ছাড়া এই খাবার নিয়ে তাঁর সন্দেহও ছিল। সে কারণে তিনি আর ওই খাবার গ্রহণ করেননি। তিনি বলেন, ‘ডিএমপির ডিবি প্রধানের অনুরোধের প্রেক্ষিতে এবং সৌজন্য রক্ষায় তাঁর (ডিএমপির ডিবি প্রধান) বাসা থেকে নিয়ে আনা খাবার থেকে ভাতসহ হালকা সবজি ও রুই মাছের একটি টুকরা গ্রহণ করি। ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন, রুই মাছটি তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে। আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছেন, তখন আমার মনে হলো, এটা যদি গ্রহণ করি, তাহলে সমস্যা হবে না।’

আপ্যায়ন করে সেটার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে গয়েশ্বর বলেন, ‘সরকারের কোনো প্রলোভন গয়েশ্বরকে কিনতে পারবে না। সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে। সরকার গ্রেপ্তার করতে পারে, এমনকি প্রাণও নিতে পারে—এই শক্তি সরকারের রয়েছে। কিন্তু গয়েশ্বরকে কিনতে পারবে না।’

আপ্যায়ন করে ভিডিও ছড়িয়ে দেওয়া ন্যক্কারজনক গয়েশ্বর Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, July 30, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.