NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

চট্টগ্রামে পৌঁছেছে আফছারুল আমীনের মরদেহ


 চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে আনা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তাঁর মরদেহ নিয়ে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে।

 চট্টগ্রামে মরদেহ গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় চট্টগ্রাম জেলা প্রসাশক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে ডা. আফছারুল আমীনের প্রথম নামাজে জানাজা শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ডা. আফছারুল আমীনের এপিএস দেলোয়ার হোসেন জানান, মরদেহ এমএ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি দক্ষিণ কাট্টলীর বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ আসরের সময় জমিয়তুল ফালাহ মসজিদে আনা হবে। আসরের নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদে এশা দক্ষিণ কাট্টলী পি এইচ আমীন একাডেমি স্কুল প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে দক্ষিণ কাট্টলী মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


চট্টগ্রামে পৌঁছেছে আফছারুল আমীনের মরদেহ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 03, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.