NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না: শরিফুল রাজ

 

গত সপ্তাহজুড়েই পরীমনি-শরীফুল রাজের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। বন্ধুদের সঙ্গে রাজের ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁসের ঘটনা কেন্দ্র করে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করতে দেখা গেছে তাঁদের। কখনো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, কখনোবা গণমাধ্যমে সাক্ষাৎকারে তাঁদের পরস্পরবিরোধী বক্তব্য উঠে আসে। এসব বক্তব্যে তাঁদের সংসার ভেঙে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এমনকি প্রথম আলোর আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’-এ পরীমনি একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই।’

এমন ঘটনাপ্রবাহের মধ্যে গত শনিবার পরীমনি ও রাজের সন্তান রাজ্যের জন্মের ১০ মাস পূর্ণ হয়েছে। এদিন রাজ্যকে নিয়ে পরীমনি ও রাজকে তাঁদের বসুন্ধরার বাসায় একসঙ্গে দেখা গেল। রোববার সকাল ৬টায় ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুক পেজে প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ ১০ মাস বাজান। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস, এতটুকুই।’

আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না: শরিফুল রাজ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 11, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.