'বিকাল নাগাদ পদ্মা সেতুর আয় ৮০০ কোটিতে উন্নীত হবে'
'বিকাল নাগাদ পদ্মা সেতুর আয় ৮০০ কোটিতে উন্নীত হবে'
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালের ২৫ জুন থেকে গতকাল ২৪ জুন রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ৫৬ লাখ ৭৫ হাজার যান চলাচল করেছে। এসব যান চলাচল থেকে মোট আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। বিকাল নাগাদ এটি ৮০০ কোটিতে উন্নীত হবে।
তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয় ২ কোটি ১৮ লাখ টাকা।
রোববার সেতু ভবনের সম্মেলনকক্ষে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায়, অপপ্রচার করে তাদের উপযুক্ত জবাব দিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। গত ১৪ বছরে আন্দোলনকে ঢেকে দিয়েছে একটি মাত্র পদ্মা সেতু। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন— আমরাও পারি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু কোনো সরকার বা দলের সম্পদ নয়, এটি জাতির সম্পদ। এটি সংরক্ষণের দায়িত্ব সবার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Sunday, June 25, 2023
Rating:
