NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশ স্থগিত চেয়ে কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শেদীর আবেদন

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিফা ও সরকারের দেওয়া অর্থ নিয়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী আবেদনটি করেছেন। কার্যতালিকায় এলে আগামীকাল রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে।  

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে গত মে মাসে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৫ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

রুলে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।    

হাইকোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিফা ও সরকারের দেওয়া অর্থ নিয়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ বিষয়ে অনুসন্ধান করতে যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) চেয়ারম্যানকে নির্দেশ দেন। চার মাসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য রয়েছে।

হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গত বৃহস্পতিবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী আবেদনটি (লিভ টু আপিল) করেন।

আবেদনকারীপক্ষের আইনজীবী সাঈদ আবদুল্লাহ আল মামুন খান আজ শনিবার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের অনুসন্ধানসংক্রান্ত অংশটুকু স্থগিত চেয়ে লিভ টু আপিল করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যতালিকায় লিভ টু আপিলটি এলে রোববার শুনানি হতে পারে।

রিট আবেদনসংশ্লিষ্ট আইনজীবী লিটন আহমেদ  বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাফুফের সভাপতি ও সিনিয়র সহসভাপতি করা লিভ টু আপিলের কপি তাঁরা পেয়েছেন।’

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশ স্থগিত চেয়ে কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শেদীর আবেদন Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 24, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.