বাঁশখালীতে অস্ত্র-কার্তুজ সহ আটক ১
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ চাম্বল ইউনিয়নের গজারহাট এলাকার চুরুলিয়া পাড়ার তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং রুবেল কুমার নাথ(৪০) নামে এক অস্ত্রধারীকে আটক করেছে।
এ সময় মো. জাকেরুল ইসলাম (৪৬) নামে অপর অস্ত্রধারী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চাম্বল ইউনিয়নের গজারহাট বাজারের দক্ষিণ পাশে চুরুলিয়া পাড়ার তিন রাস্তার মোড় এলাকায় অস্ত্রধারীদের অবস্থানের খবর গোপনে জানতে পেরে সেখানে সঙ্গীয় ফোর্স সহ অবস্থান নেয় বাঁশখালী থানা পুলিশের এসআই নজরুল ইসলাম।
পরে অভিযান চালিয়ে চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত প্রেম হরিনাথের পুত্র রুবেল কুমার নাথকে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শীলকূপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেচু মিয়ার পুত্র মো. জাকেরুল ইসলাম।
অভিযানে তাদের কাছে রক্ষিত ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি এলজি, এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আজ শুক্রবার (১৬ জুন) বাঁশখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারা মোতাবেক থানায় মামলা রুজু করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাম্বল এলাকা হতে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং রুবেল কুমার নাথ নামে এক অস্ত্রধারীকে আটক করে। এ সময় মো. জাকেরুল ইসলাম নামে আরেক সন্ত্রাসী পালিয়ে গেলেও তাকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।”
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Friday, June 16, 2023
Rating:
