NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

সুনামগঞ্জে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে ৬ ছাত্রী আহত

 সুনামগঞ্জে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে ছয় ছাত্রী আহত হয়েছে। আজ রোববার দুপুরে তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো নবম শ্রেণির ছাত্রী সুমিত্রা রায়, সাকি রায়, দশম শ্রেণির আহম্মদ মোয়াল্লেমা, অষ্টম শ্রেণির ছাত্রী পর্না মৈত্র, জেবিন রাহাত ও অনন্যা দে। তারা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান প্রথম আলোকে বলেন, ছাত্রীদের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সৌরভ আহমেদ বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। বৈদ্যুতিক ফ্যানের ওপর পলেস্তারার অংশ না আটকালে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে তিনি মন্তব্য করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার প্রথম আলোকে বলেন, অনেক পুরোনো ভবন হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সুনামগঞ্জে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে ৬ ছাত্রী আহত Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 18, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.