আড়তে আড়তে আম-লিচু নিয়ে ব্যস্ততা
আড়তে আড়তে আম-লিচু নিয়ে ব্যস্ততা
বাজারে মৌসুমি ফলের সমাহার। তবে অন্য ফলের তুলনায় আম আর লিচুর কদর বেশি। তাই দেশের বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করেছে আম আর লিচু। ট্রাকভর্তি আম আর লিচু আড়তে আসে রাতে। সেখান থেকে কিনে নিয়ে যান খুচরা ব্যবসায়ীরা। আকার ও মানভেদে ২৮ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয় এসব আম। আর প্রতিটি লিচু বিক্রি হচ্ছে ১ থেকে ২ টাকা। চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় অবস্থিত আড়তের চিত্র।
আড়তে আড়তে আম-লিচু নিয়ে ব্যস্ততা
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Sunday, June 18, 2023
Rating:
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Sunday, June 18, 2023
Rating:
