NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

রিয়াল কিংবদন্তিদের ৭ নম্বর জার্সি পাচ্ছেন ভিনিসিয়ুস

 

https://news24satkania.blogspot.com/

নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ দলের স্কোয়াডে রদবদল চলছে। পরিবর্তন আসছে খেলোয়াড়দের জার্সি নম্বরেও। ২০২০–২১ মৌসুম থেকে রিয়ালের ২০ নম্বর জার্সি পরে খেলছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই উইঙ্গার আগামী মৌসুমে পরবেন রিয়ালের ৭ নম্বর জার্সি। জার্সি নম্বরে পরিবর্তন এসেছে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোরও। তিনি এখন থেকে পরবেন ১১ নম্বর জার্সি। ভিনিসিয়ুসের ২০ নম্বর জার্সিটি নতুন মৌসুমে গায়ে দেবেন রায়ো ভায়োকানো থেকে রিয়ালে যোগ দেওয়া ফ্রান গার্সিয়া।

২০২৩–২৪ মৌসুমের জন্য জার্সি নম্বরে এই পরিবর্তন রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। ৭ নম্বর জার্সিটি এত দিন ব্যবহার করতেন এদেন হ্যাজার্ড। বেলজিয়ান তারকা মৌসুম শেষে রিয়াল ছাড়বেন আগেই জানিয়েছিল রিয়াল। অর্থাৎ আগামী মৌসুমের জন্য ৭ নম্বর জার্সিটি খালি পড়ে থাকত। গুঞ্জন ছিল, বরুসিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহামকে কিনতে সম্মত হওয়া রিয়াল এই উঠতি তারকার কাঁধে ৭ নম্বর জার্সির ভার চাপাতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালের ৭ নম্বর জার্সি পেলেন ক্লাবটির আক্রমণভাগের কান্ডারি হয়ে ওঠা ভিনিসিয়ুস।

রিয়াল কিংবদন্তিদের ৭ নম্বর জার্সি পাচ্ছেন ভিনিসিয়ুস Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Monday, June 12, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.