NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

ঈদে ১১ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ


ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে চলমান সড়ক সংস্কারকাজ ১১ দিনের জন্য বন্ধ থাকবে। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে ৩ জুলাই পর্যন্ত মহাসড়কের সংস্কারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সংস্কারকাজের কারণে মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে কোরবানির আগমুহূর্তে প্রচুর পশুবাহী গাড়ি মহাসড়ক দিয়ে চলাচল করছে। এ ছাড়া ঘরে ফেরা মানুষের যাতে দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য সংস্কারকাজ বন্ধ রাখার অনুরোধ করেছিলাম। ১১ দিনের জন্য সংস্কারকাজ বন্ধ থাকায় মহাসড়কে যানজটের আশঙ্কা অনেক কমে যাবে। এর ফলে স্বস্তিতে ঘরে ফিরতে পারবে মানুষ।


তিনি আরো বলেন, মহাসড়কে চাঁদাবাজি কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। মহাসড়কের চলাচল নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক বাড়িয়েছেন। আগে দুটি টহল দল ছিল। এখন আরও একটি দল মহাসড়কে কাজ করবে।


সংস্কারকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক রাসেল আহমেদ বলেন, বর্ষায় মহাসড়কের অনেক স্থানে খানাখন্দ সৃষ্টি হতে পারে। সে জন্য বর্ষা পুরোপুরি শুরুর আগে যতটুকু পারা যায়, গুরুত্বপূর্ণ স্থানে সংস্কারকাজ শেষ করার তাগাদা ছিল। কিন্তু জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে ৩ জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে। তাই আপাতত সংস্কারকাজ করছেন না।

ঈদে ১১ দিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 24, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.