NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে প্রাণ গেল সাতকানিয়ার যুবকের

 

https://newssatkania.blogspot.com/

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে ডাকাতের গুলিতে সাতকানিয়ার এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ছদাকত উল্লাহ চৌধুরী (২৮)।

শনিবার (১০ জুন) রাতে মোজাম্বিকের নিয়াসা প্রদেশের মেকাইয়েলা ডিস্ট্রিক এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীন পড়া এলাকার মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে। সাতকানিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও মোজাম্বিকে বসবাসরত প্রবাসী সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে মোজাম্বিকের নিয়াসা প্রদেশের মেকাইয়েলায় তার দোকানে ডাকাত দল হানা দেয়। তারা দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে ছদাকতকে কুপিয়ে গুলি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

নিহতের ভাই করিম উল্লাহ চৌধুরী বলেন, “শনিবার রাতের কোনো এক সময় ডাকাত দল তার দোকানে হানা দেয়। তখন ছদাকত ডাকাতরা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য দরজায় বিদ্যুতের সংযোগ লাগিয়ে রাখে। এ সময় ৩০ কিলোমিটার দূরে তার এক বন্ধুকে জানায় তার দোকানে ডাকাত এসেছে। ডাকাতরা দোকানের দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে আমার ভাইকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরো জানান, কয়েক মাস আগে তার দোকানে ডাকাতি হয়েছিল। তখন ছদাকত বিষয়টি সংবাদ সম্মেলন করে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করায় ডাকাতরা তার ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাত বছর আগে মোজাম্বিকে যায় ছদাকত। সেখানে সবজি বীজের দোকান করে আসছে। সামনে ঈদের পরে দেশে এসে বিয়ে করার কথা ছিল। আজ রবিবার (১১ জুন) সকালে বাড়িতে তার মৃত্যুর খবর আসলে সবাই কান্নায় ভেঙে পড়েন।

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে প্রাণ গেল সাতকানিয়ার যুবকের Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 11, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.