স্বর্ণের চেইন ছিনতাই, লুণ্ঠিত চেইনসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার
![]() |
| https://news24satkania.blogspot.com/ |
স্বর্ণের চেইন ছিনতাই ঘটনায় লুণ্ঠিত চেইনসহ পাঁচ মামলার আসামি মো. সোহেল রানা নামের (৩১) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকাল সোয়া চারটার সময় হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম চড় উড়িয়ার সাহাব উদ্দিনের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সত্যজিত চৌধুরী নামের এক ব্যবসায়ীর স্ত্রীর স্বর্ণের চেইন আন্দরকিল্লা এলাকা থেকে ছিনতাই করে গ্রেপ্তার হয় সোহেল রানা । উক্ত ঘটনায় সত্যজিত বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ আসামি সনাক্তের পর হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল রানা প্রকাশ বাটুকে(৩১) গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে লুন্ঠিত স্বর্ণের চেইন উদ্ধারপূর্বক জব্দ করে। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় ১টি দস্যুতা মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি মাদকদ্রব্য আইনের মামলা, বাকলিয়া থানায় ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও চান্দগাঁও থানায় ১টি অস্ত্র আইনের মামলাসহ মোট ৫টি মামলা আছে
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Tuesday, June 13, 2023
Rating:
