NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

চট্টগ্রামে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২২

 

চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত স্মারক আলোকচিত্র ভাঙচুরের ঘটনায় নগর ছাত্রদলের সাবেক সহসভাপতিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গতকাল বুধবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নওশাদ আল জাশেদুর রহমানকে (৩২) গতকাল দিবাগত রাতে গোয়ালপাড়া সড়কে অফিসার্স ক্লাবের পাশের ঝোপ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ভাঙচুরে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর নামে চান্দগাঁও থানায় ১৬টি মামলা রয়েছে।

আ স ম মাহতাব উদ্দিন জানান, নওশাদ ছাড়াও গ্রেপ্তার ২২ জনের মধ্যে রয়েছেন বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব সিদ্দিকী (৩৫), বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের ৪ নম্বর ইউনিটের সাবেক সভাপতি মো. এরফান (৩০), বাকলিয়া ওয়ার্ড যুবদলের কর্মী নুরুল ইসলাম (৩৯), মো. মহিউদ্দিন হাসান (২০) ও চাদগাঁও থানা যুবদলের কর্মী মো. ইমন খান।

গ্রেপ্তার ব্যক্তিদের নগরের চকবাজার ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ স ম মাহতাব উদ্দিন। এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তার ২২ জনের নামে নগরের চকবাজার ও কোতোয়ালি থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে।

গতকাল বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় ‘তারুণ্যের সমাবেশের’ আয়োজন করে বিএনপি। সমাবেশে যাওয়ার পথে চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের। এ ঘটনার রেশ ধরে জামালখান মোড়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত স্মারক আলোকচিত্র ভাঙচুর করা হয়। এর পরপরই নগরের আসকার দিঘি এলাকায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের নামফলকটিও ভাঙচুর করা হয়।

চট্টগ্রামে ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২২ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Thursday, June 15, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.