NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

মণিপুরে ফের সহিংসতায় মৃত ৯, কেন শান্তি ফিরছে না

 

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বুধবার ভোরে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। আবার বৃহস্পতিবারও রাজধানী ইম্ফলের একটি বাজার এলাকায় বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়েছে। হামলাকারীদের আটকাতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন।

মণিপুর পুলিশ বলছে, বুধবার ভোর রাত একটা নাগাদ ইম্ফল ইস্ট এবং কাঙপোকির খামেনলোক এলাকায় সশস্ত্র জঙ্গিরা এই হামলা চালায়।

সর্বশেষ সহিংসতায় নিহতরা সবাই মেইতেই জনগোষ্ঠীর সদস্য বলে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন।মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এখনও পর্যন্ত একশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন তিনশোরও বেশি।

সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্যায়ে বহু হতাহত হলেও পরবর্তী কয়েক সপ্তাহে সেই সংখ্যা কমে এসেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতার হামলা, পাল্টা হামলার ঘটনা হচ্ছে, যাতে মানুষের মৃত্যুও হচ্ছে।

এর আগে সোমবার খামেনলোক এলাকাতেই আরেকটি সহিংসতায় নয় জন আহত হয়েছিলেন।

অন্যদিকে নিরাপত্তা বাহিনীর তরফে বলা হয়েছে মঙ্গলবার বিষ্ণুপুর জেলার ফৌগাকচাওতেও বাহিনীর সঙ্গে সশস্ত্র কুকি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়েছে।

সশস্ত্র কুকিরা মেইতেইদের বসবাসের এলাকার কাছে বাঙ্কার তৈরি করার চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।




মণিপুরে ফের সহিংসতায় মৃত ৯, কেন শান্তি ফিরছে না Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Thursday, June 15, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.