''পণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে: বাণিজ্যমন্ত্রী''
পণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। কিন্তু সেটি ধীরগতিতে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে। আজ শুক্রবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এটি অবশ্য কৃষি মন্ত্রণালয় দেখে। ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে। ঈদ ঘিরে আদাসহ দু-একটি মসলার দাম বেড়েছে। ভোক্তা অধিকার মসলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে। মসলার দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সে দিকে নজর রয়েছে। অসাধু ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছেন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
ব্যবসায়ীদের বিরুদ্ধে চাইলে অ্যাকশনে যাওয়া যায় না উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘তাঁরা যদি সবকিছু বন্ধ করে দেন, তবে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হবে। তাই আমাদের ব্যালান্স করে চলতে হচ্ছে। এর মধ্যে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। তবে আমরা চেষ্টা করছি, যেন তাঁরা সুযোগটা না নিতে পারেন।’
টিপু মুনশি বলেন, ‘আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে তেল, ডালের সঙ্গে পাঁচ কেজি করে চাল দেব। এতে এ দেশের পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেখানে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Friday, June 16, 2023
Rating:
