NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

প্রদর্শনীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানা উদ্যোগ


 জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিটের পাশাপাশি চলছে প্রদর্শনী। সেখানে ৫০টি স্টল ও প্যাভিলিয়নে নিজেদের তৈরি পণ্য প্রদর্শন করছে দেশের ৫০টি প্রতিষ্ঠান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ প্রদর্শনী ঘুরে দেখা যায় নানা ধরনের উদ্ভাবনী পণ্য সাজিয়ে বসেছেন কোম্পানিগুলোর প্রতিনিধিরা।

দুই দিনের এই সম্মেলন ও প্রদর্শনীর আজই শেষ দিন। শেষ দিনে নানা বয়সের মানুষের পদচারণে মুখর মেলা। সেখানে ঘুরতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুবায়ের আহমেদ বলেন, ‘এক্সপোতে এসেছি স্মার্ট বাংলাদেশ সম্পর্কে জানতে। এখানে দেখলাম দেশের কিছু প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত অনেক কিছু দেখাচ্ছে। যা আমি আগে জানতাম না।’

প্রদর্শনীতে আসা আরেক শিক্ষার্থী সালমা মাহমুদ বলেন, ‘আমি এসেছি স্মার্ট বাংলাদেশ নিয়ে দুটি অধিবেশনে অংশ নিতে। এর আগে প্রদর্শনী অংশ ঘুরে দেখছি। সবাই তাদের পণ্য ও সেবা দেখাচ্ছে। ভালো লাগছে। পণ্য ও সেবার ব্যবহারে আমরা সত্যিই অনেক স্মার্ট হয়ে হয়েছি।’

মেলা ঘুরে দেখা গেছে, ব্র্যাকের শিশুশিক্ষাবিষয়ক উদ্যোগ কুমন অংশ নিয়েছে। কুমনের একজন প্রতিনিধি জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই যেন উন্নত শিক্ষা পায়, সে নিয়ে কুমন কাজ করছে। তারা প্রাক্‌–প্রাথমিক স্তরের ইংরেজি ও গণিত শিক্ষা নিয়ে কাজ করছে।

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একদল শিক্ষার্থী এক্সপোতে তাঁদের উদ্ভাবন নিয়ে হাজির হয়েছেন। এই তরুণেরা দেখাচ্ছেন তাঁদের তৈরি মার্স রোভার রোবট। রোবটের নির্মাতা দলের সদস্য রাইয়ান ইবনে হোসেন বলেন, ‘২০১৫ সাল থেকে এখন পর্যন্ত দুটি মার্স রোভার তৈরি করেছি আমরা। এ ছাড়া আরেকটি মার্স রোভার “আল্টএয়ার” নিয়ে কাজ করছি। সেটি অচিরেই দেখানো হবে। আমরা স্মার্ট বাংলাদেশের সহযোগী হতে চাই। রোবট নিয়ে প্রদর্শনীতে আমাদের অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।’

ক্লাউডে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ ও টিপসই প্রযুক্তি, ভেঙে যাওয়া দাঁত কয়েক ঘণ্টাতেই জোড়া দেওয়াসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও বিনোদেন খাতের স্মার্ট প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে অর্ধশতাধিক স্টলে। আছে নগদ টাকাবিহীন লেনদেন সেবা আমার পে; অ্যাপে গ্রামীণফোনের বই মেলা, ফাইভজি প্রযুক্তি; তৈরি পোশাকশিল্পের স্মার্ট সল্যুশন, স্মার্ট হোম ফিটিংস ও ফার্নিচারের মতো পণ্যের প্রদর্শনী।

এসবের বাইরে গাড়ির গতি পর্যবেক্ষণ প্রযুক্তি, কানাডীয় প্রযুক্তির নজরদারি রোবট ক্যামেরাও দেখানো হয় প্রদর্শনীতে। তেমনি স্মার্ট বাংলাদেশের নানা সমাধান দেখিয়েছে বৈশ্বিক প্রতিষ্ঠান হুয়াওয়ে। আইওটি ফ্রিজ প্রদর্শন করে ওয়ালটন।

স্মার্ট বাংলাদেশ সামিটের শেষ দিনে আজ অনুষ্ঠিত হয়েছে পাঁচটি অধিবেশন। এগুলোর শিরোনাম হলো স্মার্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড, ফিন্যান্সিং দ্য ফিউচার: ক্যাপিটাল মার্কেট, স্মার্ট বাংলাদেশ ইন দ্য আইজ অব ইয়ুথ, স্মার্ট এডুকেশন এবং ক্রিয়েটিং সাসটেইনেবল অ্যান্ড রেসিলেন্ট স্মার্ট সিটিজ: দ্য রোল অব রিয়েল স্টেট। এসব অধিবেশনে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে করণীয় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারক, নেতৃবৃন্দ ও আলোচকেরা বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রসঙ্গত, জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো ও সিওয়াইই অ্যাওয়ার্ড–২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার নানা উদ্যোগ Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Saturday, June 10, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.