NEWS

behavior="scroll"scrollamount="3" scrolldelay="1" direction="left"style="height: 30px; color: #247f14; font-size: 20px;"> News 24 satkania |

Breaking News

https://news24satkania.blogspot.com/2023/06/breaking-news.html

কক্সবাজারে পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যু: চালকের আমৃত্যু কারাদণ্ড

 

https://newssatkania.blogspot.com/

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা মালুমঘাট পিকআপ চাপায় ৬ ভাই মৃত্যুর ‘ঘটনাটি পরিকল্পিত এবং চালক স্বেচ্ছায় ও স্বজ্ঞানে’ সংঘটিত করেছে বলে প্রমাণিত হয়েছে। এতে আদালত পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলের আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন।

রোববার (১১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

দণ্ডিত সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে পিপি ফরিদুল আলম বলেন, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার সংলগ্ন নার্সারি গেইট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আচার কর্ম শেষে রাস্তা পার হওয়ার সময় ৮ ভাই-বোনকে সবজীবাহী একটি মিনি-পিকআপ চাপা দেয়। এ ঘটনায় ৬ ভাই নিহত এবং দুই ভাই-বোন আহত হয়।

নিহতরা হল- ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল ও রক্তিম সুশীল।

এ ঘটনার দুইদিন পর ১০ ফেব্রুয়ারি চকরিয়া থানায় নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ীর চালক ও মালিককে গ্রেপ্তার করে।

এরপর মামলার তদন্তকারি কর্মকর্তা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি চালককে একমাত্র আসামি করে আদালতে চার্জশীট জমা দেন। পরে আদালত ১২ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। এতে ৩৪ জনকে সাক্ষি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “ রোববার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। মামলায় ৩৪ জন সাক্ষ্য প্রদান করেছেন। এতে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছেন। বিচারক আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। “

ফরিদুল বলেন, “ আদালত রায় ঘোষণার সময় বিচারক বলেছেন- পরিবহন আইনের আওতায় এনে ৩০২ ধারা মতে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। ঘটনার সময় দ্রুতগামি পিকআপ চাপায় কয়েকজন আহত হলেও গাড়ি থামিয়ে পেছনে এসে চালক আবার আহতদের চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। যা স্বেচ্ছায় স্বজ্ঞানে করা হয়েছে। তাই ঘটনাটি পরিকল্পিত। “

কক্সবাজারে পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যু: চালকের আমৃত্যু কারাদণ্ড Reviewed by MD.ANISUL HOQUE BABUL on Sunday, June 11, 2023 Rating: 5

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.