এস আলম গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
![]() |
| https://news24satkania.blogspot.com/ |
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার কাজী নুরুল হাসান (৫২) হাটহাজারী থানার বাসিন্দা। তিনি নগরের জামালখান মোমিন রোড এলাকায় থাকেন।
কোতোয়ালী থানার এসআই নওশের কোরেশী জানান, গত ৯ জুন কাজী নুরুল হাসান নিজেকে রাষ্ট্রের একজন পদস্ত কর্মকর্তা পরিচয় দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। বিষয়টি প্রতারণা বুঝতে পেরে এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামি কেন এই কাণ্ড ঘটিয়েছেন তা বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান এসআই নওশের।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Monday, June 12, 2023
Rating:
