স্ত্রীকে আহত করে স্বামীকে চাকায় পিষ্ট করা বাসচালক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকায় স্ত্রীকে আহত করে স্বামীকে চাকায় পিষ্ট করা বাসচালককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে র্যাব-১-এর গাজীপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. শহীদ (২৪) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কালাম ব্যাপারীর ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মো. শহিদুল্লাহ (৪৬)। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর স্ত্রী তাহেরা খাতুন (৪০)। ওই ঘটনায় তৎক্ষণাৎ চালকের সহকারী মো. হৃদয়কে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাহেরা খাতুনকে চাপা দেয় তাজ এন্টারপ্রাইজ নামের একটি মিনিবাস। বাস থামাতে তাঁর স্বামী মো. শহিদুল্লাহ দৌড়ে বাসের হাতল ধরে তাতে উঠে পড়েন। এরপর তাঁকে বাসের ভেতর থেকে লাথি দিয়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু দরজার হুকের সঙ্গে পরনে থাকা লুঙ্গি আটকে সেখানে ঝুলে থাকেন শহিদুল্লাহ। ঝুলন্ত অবস্থায় বাসচালক শহীদ বাসটি অন্তত ৫০০ গজ চালিয়ে নিয়ে যান। শহিদুল্লাহ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একপর্যায়ে বাসটি থামিয়ে চালক দৌড়ে পালিয়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ওই বাসচালক মো. শহীদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১–এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাইদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Reviewed by MD.ANISUL HOQUE BABUL
on
Saturday, June 24, 2023
Rating:
